
তোমরা যে শিক্ষা অর্জন করবে তার কোন অংশীদার নেই
….নূর হোসেন পাটওয়ারী
সাহেদ হোসেন দিপু
গতকাল রোববার বিকেল ৩টায় হাইমচরে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সততা সংঘ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও শিক্ষক আ. রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি আজকের এ বিতর্ক প্রতিযোগিতা দেখে অভিভূত হয়েছি। আমি জানতাম না এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এত সুন্দর করে বিতর্ক প্রতিযোগিতায় কথা বলতে পারে। তোমরা অত্যন্ত ভাল এবং মেধাবী। তোমাদের সু-শিক্ষা দেয়ার জন্য এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছি। একঝাক তরুণ শিক্ষক সমন্বয়ে তোমাদের যদি মানুষের মত মানুষ হিসেবে গড়ে না তুলতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তোমাদের নিয়ে আমার সুনাম থাকবে বলে আমি আশা করি। তোমরা যে শিক্ষা অর্জন করবে তা একান্তই তোমাদের এর কোন অংশীদার নাই। তাই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে ভাল ভাবে পড়া লেখা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
০৫ আগস্ট, ২০১৯।