হাইমচর নীলকমল ওচমানিয়া উবির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো
হাইমচর নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা গতকাল বুধবার বেলা ১১টায় নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আল মামুন সুমন এবং পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম আল মামুন সুমন বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি শিক্ষামন্ত্রীর মাধ্যমে বিদ্যালয়ে যেসব সমস্যা রয়েছে তা দূরীকরণের চেষ্টা করবো। আমি আপনাদের বিদ্যালয়ে যতদিন সভাপতির দায়িত্বে থাকবো আপনাদের পাশে থেকেই কাজ করবো। এবছরে এ বিদ্যালয়ের যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখার জন্য শিক্ষক ও অভিভবাকদের চেষ্টা করতে হবে।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. দেলোয়ার সরকার, মো. মাসুম বেপারী, মো. আমির হোসেন, শরিফুল ইসলাম, নারী অভিভাবক সদস্য খালেদা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. ইউসুফ মিয়া, মো. আলি আকবর, বিদ্যোৎসাহী সদস্য মো. নুরুল হক।

১৮ জুলাই, ২০১৯।