হাইমচর প্রেসক্লাব সভাপতির আত্মার মাগফেরাতে মিলাদ ও দোয়া

হাইমচর ব্যুরো :
হাইমচর প্রেসক্লাব সভাপতি ও প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক মরহুম মো. মাহবুব আলম বাশারের আত্মার মাগফেরাত কামনা করে হাইমচর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর উপজেলা আলগী বাজার কেন্দ্রিয় জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়ায় মরহুম সাংবাদিক মাহবুব আলম বাশারের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার আগে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা, গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আঃ রহমান হামিদী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শফিক, আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আ. জলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, সিনিয়র সহ-সভাপতি মাও. মো. নুরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ সভাপতি মো. কাউছার মিয়াজি, সাংগঠনিক সম্পাদ মজিবুর রহমান বেপারী, আলগী দক্ষিণ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আলি আহমেদ দেওয়ান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বেপারী, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ কোতোয়াল, মরহুমের বড় ভাই আবুল খায়ের মাস্টার, ছোট ভাই আবুল কালাম আজাদ, মঞ্জুর আলম, ইলিয়াছ আলি সবুজ, প্রেসক্লাব সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সদস্য আ. রহমান, সাংবাদিক সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, শরিফ হোসেন, হোসেন গাজি, শাহআলম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলগী বাজার জামে মসজিদ খতিব মাও. মো. আলমগীর হোসেন। মিলাদ ও দোয়া শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক মাহবুব আলম বাশারের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবরসহ প্রয়াত আ’লীগ সহ-সভাপতি নুরুল আমিন সরদারের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।