সাহেদ হোসেন দিপু
হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, অভাব এবং দারিদ্র্যতার জন্যে যাদের সন্তান লেখাপড়া বাঁধাপ্রাপ্ত হচ্ছে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে তাদের লেখাপড়ার সব খরচ বহন করবো।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন, তাদের পড়া-শোনায় মনোযোগী করবেন। তারা যেন মাধ্যমিক পর্যায়ে কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। বিদ্যালয়ে যাওয়া-আসাসহ তাদের সামগ্রিক খোঁজ-খবর প্রতিনিয়ত রাখার চেষ্টা করবেন। বর্তমান সরকার শিক্ষাখাতে বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধি করতে নানা উপকরণ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রসারিত করছেন এবং আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনৈতিক কর্মকা- রোধ করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তিনি ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, আমি বিগত ৫ বছর চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করে আসছি এবং হাইমচরকে একটি মডেল হাইমচর হিসেবে রুপান্তরিত করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তাই আগামি নির্বাচনে আপনারা আমার হয়ে প্রত্যেকের কাছে ভোট চাইবেন- এই প্রত্যাশা করছি। আগামিতে আমি নির্বাচিত হলে আপনাদের সব দুর্দশা লাঘব করার জন্য সচেষ্ট থাকবো এবং আপনাদের প্রত্যেকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নানের সভাপতিত্বে এবং শিক্ষক সৈয়দ আহমদ পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলী গাজী।
সভায় আরো বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, বিদ্যালয়ের শিক্ষক মেরিনা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য মোক্তার আহমেদ পাটওয়ারী, সফিউদ্দিন স্বপন বেপারী, খোরশেদ আলম খোকন জমাদার। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৩ সেপ্টেম্বর, ২০১৯।