হাজি মোহাম্মদ আলী গাজী বাজাপ্তী উবির সভাপতি নির্বাচিত

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে ৮ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলী গাজী। গত শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সভা কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আ. মান্নান গাজীর প্রস্তাবনায় এবং অপর অভিভাবক সদস্য নেছার আহম্মদ গাজীর সমর্থনে সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে হাজি মো. আলী গাজীকে ৮ম বারের মত বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় নব-নির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ আলী গাজী শিক্ষার মান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

০১ অক্টোবর, ২০১৯।