হাজীগঞ্জে আবারো ইয়াবাসহ কাউন্সিলর ভুট্টো আটক


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আবারো ইয়াবাসহ এক কাউন্সিলর ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজার এলাকা থেকে কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো (৪০) ও তার সহযোগী আরমান হোসেন শান্ত (২৫) কে আটক করা হয়। গত শনিবার দুপুরের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভুট্টো হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের (রান্ধুনীমূড়া) কাউন্সিলর ও রান্ধুনীমূড়া গ্রামের মকরম আলী হাজি বাড়ির আবু তাহের মাস্টারের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। অপরদিকে তার সহযোগী আরমান হোসেন শান্ত ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহট গ্রামের মিজানুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় শুক্রবার রাতে এসআই জয়নাল আবেদীন ও এএসআই মোস্তাফিজুর রহমান কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে ৪ পিস ইয়াবা ও তার সহযোগী আরমান হোসেন শান্তকে ৫ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, কাউন্সিলর ভুট্টো চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। শুক্রবার রাতে ভুট্টো ও তার সহযোগীকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। শনিবার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।