হাজীগঞ্জে আহসান হাবিব অরুনের আয়োজনে শোকসভা, দোয়া ও গণভোজ


হাজীগঞ্জ ব্যুরো
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুনের উদ্যোগে হাজীগঞ্জে শোকসভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ শোকসভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
রোটা. আহসান হাবীব অরুনের সভাপতিত্বে শোকসভায় বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সাথে জড়িত যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হোক। এ সময় নেতৃবৃন্দ এক ও ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২১ ও ৪১ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।
পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উদ্দিন খোকার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিম উদ্দিন, শহর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা শাহীদুজ্জামান ঝুটন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন সোহেল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান রাব্বী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাটিলা পশ্চিম ইউপির চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তফা কামাল, ৭নং ওয়ার্ড সভাপতি কাজী বিল্লাল, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোতালেব মজুমদার, সাবেক কাউন্সিলর শাহজাহান সাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মাসুদ ইকবাল, পৌর যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম তাজু, ৫নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানিয়া সুমন, যুবলীগ নেতা মো. মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মোতালেব রাজু, জহিরউদ্দিনসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।

২১ আগস্ট, ২০১৯।