হাজীগঞ্জে এ্যাম্বুলেন্স-অটোরিক্সা সংঘর্ষে হতাহত ৩

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জে এ্যাম্বুলেন্স ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক মুনসুর (৪০) উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গাজী বাড়ির মৃত ওহাব আলীর ছেলে।

গুরুতর আহত একই ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়ির মো. আব্দুল কাদির (৪৫) ও একই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী সাথী বেগম (৩০)। আহত আব্দুল কাদিরের অবস্থা আশংকাজনক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, এ দিন রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের বদরপুর ব্রিজের পূর্ব পাশে এ্যাম্বুলেন্স ও অটোরিক্সার সংঘর্ষে দু’টি যানবাহন সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে জমিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় অটোচালক মুনসুর ও অটোরিক্সার যাত্রী আব্দুল কাদির ও সাথী বেগম।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে অটোচালক মুনসুরকে মৃত ঘোষণা করে এবং আব্দুল কাদিরকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। অপর আহত সাথী বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এদিকে এ্যাম্বুলেন্সের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা দুর্ঘটনার পরেই এ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায় এবং এ্যাম্বুলেন্সে চালকের সহকারী বা কোন রোগী ছিলো কিনা তা জানা যায়নি। এছাড়া এ্যাম্বুলেন্স বা অটোরিক্সাটি কোনটা কোন দিক থেকে এসেছে তাও জানা যায়নি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।