হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলের উপনেতা জিএম কাদেরের সুস্থতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বাদ আছর পৌরসভাধীন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মো. জিয়াউর রহমান বিপুলের উদ্যোগে এবং আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের মোতওয়াল্লী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী। মিলাদ পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম ও মোয়াজ্জিন মো. খালেদ খালেদ সাইফুল্লাহ্। এ সময় জাতীয় পার্টির উপজেলা ও পৌর শাখার এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলের উপনেতা জিএম কাদেরের করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমে জানান দেন তাঁর প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
১৮ জানুয়ারি, ২০২১।