হাজীগঞ্জ ব্যুরো
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে নির্মিত পূজামন্ডপ ও পূজামন্ডপের স্থান পরিদর্শন করছেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। গতকাল সোমবার তিনি পৌরসভাধীন পূজামন্ডপগুলো পরিদর্শন করেন এবং স্ব-স্ব পূজামন্ডপের কমিটির সাথে মতবিনিময় করেন তিনি।
এর আগে ধারাবাহিকভাবে তিনি উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভাধীন পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামন্ডপ ও পূজা উদযাপন কমিটির সদস্যের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
০১ অক্টোবর, ২০১৯।