হাজীগঞ্জে পেশাগত শিক্ষক মানোন্নয়নে কর্মশালা ও ইফতার


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে শিক্ষকদের মানউন্নয়ন কর্মশালা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার রামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী আলহাজ মো. আনিছুর রহমান মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েম’র ট্রেনিং স্পেশালিস্ট প্রফেসার মো. শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএফ শাহীন কলেজের উপাধ্যক্ষ মো. নুরে আলম ফেরদাউস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবু বকর ছিদ্দিক, মো. মুনসুর বকাউল, মো. রবিউল হোসেন চৌধুরী, হাফেজ মো. শাহ জালাল, নারী সদস্য সায়লা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।