হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ থেকে আটক বিএনপির ১৭ নেতাকর্মীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ। আটকদের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং তাদের মাধ্যমে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা ছিলো বলে দাবি করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণে সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বিল্লাল, কেন্দ্রিয় ওলামা দলের সহ-সভাপতি মাও. জসিম উদ্দিন, বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অমিত হাছান মানিক, ইয়াছিন, শাহআলম, পালিশারা গ্রামের আজমল হোসেন সবুজ, আবু বক্কর ছিদ্দিক, সোনাইমুড়ী গ্রামের ফিরোজ তপাদার, পরাণ মোল্লা, কোন্দ্রা আবুল কালাম, জুলহাস ও বতু।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান রানা বলেন, আটকরা সবাই বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্বাচনী প্রচারণায়কালীন সময়ে পথসভার সফরসঙ্গী ছিল। তারা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তাছাড়া এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা ছিলো বলে, আমাদের কাছে অভিযোগ রয়েছে।