মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানঘর ও মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টায় ইকরা এন্টারপ্রাইজে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটি থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ৬টি দোকান ঘর ও দোকানে থাকা মালামাল ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- ইকরা এন্টারপ্রাইজ, ইত্যাদি স্টোর, হাতিম স্টোর, মুরাদ স্টোর, ফারুক স্টোর ও কবির রাইস মিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে ইকরা এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারদিকে ছড়িড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে ৬টি দোকানঘরসহ চারটি দোকানের সম্পূর্ণ এবং দু’টি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফা মিয়াজী জানান, শীতকালীন সময় এবং রাত বেশি হওয়ায় বাজারের সব দোকান বন্ধ ছিলো। যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বেশি ক্ষয়-ক্ষতি হয়।
বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি জানান, প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার এবং আগুনে ৫ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনকে পাঠিয়েছি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়েছেন এবং তাদের তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করেছেন।