হাজীগঞ্জে হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

হাজীগঞ্জের রামপুর বাজারে আলহাজ আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়। -ইল্শেপাড়

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ উপজেলাধীন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে আলহাজ আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে উপজেলার ৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০০৫ সাল থেকে এই ফাউন্ডেশনটি মেধা যাচাইয়ের ভিত্তিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।
গত মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যাপক মোজাম্মেল হক মোহন, সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. শাহাজাহান, ফজলুল হক, আবদুল আউয়াল, আনোয়ার উল্যা পাটওয়ারী, বিএম জসিম উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ, সাইদুল বাসার মজুমদার, হুমায়ন কবির তালুকদার, আল বান্নাহ স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাজান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার।