মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৭জন জুয়াড়ী ও ৭২ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার (৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আটক জুয়াড়ীরা হলো- উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাজির খিলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোশারফ হোসেন, আব্দুস সামাদের ছেলে আবুল কালাম, সোনাইমুড়ি গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে ফারুক হোসেন, দলিল উদ্দিনের ছেলে বজলুল হক, দোয়াগন্ডা গ্রামের ফজলুল হকের ছেলে শাহালম, আসলামের ছেলে সেলিম ও দিকচাইল গ্রামের ফরজ আলীর ছেলে রুস্তম আলী।
পুলিশ জানায়, উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজারের একটি পরিত্যক্ত ভবনে বসে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগত ১৬ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার রাজাওগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামে মাদক বিরোধী অভিযানে ৭২ পিস ইয়াবাসহ সাত্তার মিয়া নামের এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত খলিল বেপারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশপাশের ইউনিয়নে মাদক কারবারের সাথে জড়িত বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, জুয়াড়ী ও মাদক কারবারীর নামে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বুধবার আদালতে প্রেরণ করা হয়। মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ নির্মূলে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, তথ্য দিন। তথ্য দাতার নাম গোপন রাখা হবে। প্রয়োজনে ‘৯৯৯’ নম্বরে ফোন দিন।
২৬ সেপ্টেম্বর, ২০১৯।