পাস করা ১৭০ জনের মধ্যে ৮০ জনের প্রথম বিভাগ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
সদ্য প্রকাশিত ডিগ্রি পাস পরীক্ষার ফলাফলে কৃতিত্বপূর্ণ ফলাফলে সাফল্যের রেকর্ড গড়েছে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। তাই এ ফলাফলে পরীক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস আর উদ্যমী উৎসব। প্রাপ্ত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এবং এলাকাবাসীরা।
এবারের (২০১৭) ডিগ্রি পাস পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী প্রথম বিভাগ অর্জন করে অসাধারণ কৃতিত্বের সাফল্যের বাজিমাত দেখিয়েছে। কলেজ থেকে ২১১ পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮০ জন প্রথম এবং ৯০ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ৪১ জন।
কলেজ থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে, শতভাগ পাস করেছে ব্যাচেলর অব আর্টস (বিএ) এর পরীক্ষার্থীরা। এ বিভাগ থেকে ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন প্রথম এবং ৫ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে।
ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) থেকে ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪২ জন প্রথম এবং ২২ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৪ জন।
ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) থেকে ২১ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ জন প্রথম এবং ৮ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১২ জন।
ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) থেকে ১০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২৮ জন প্রথম এবং ৫৫ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৮ জন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, কলেজের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং পরীক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার ফলে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে আমরা সক্ষম হয়েছি।
তিনি বলেন, গুণগত, মানসম্মত ও যুগোপযোগি শিক্ষার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। এ ধারা অব্যাহত এবং ভবিষ্যতে কলেজের সুনাম অক্ষুণœ রাখতে প্রশাসন, স্থানীয় এবং এলাকাবাসী, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। ডাকাতিয়া নদীর তীর ঘেষে, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। উচ্চ শিক্ষা প্রসার এবং বিস্তারে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলেজটি। শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন ও ধারাবাহিক ফলাফলে অভিভাবকদের সন্তুষ্টি এবং উচ্চ শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।