প্রেস বিজ্ঞপ্তি :
প্রতারক চক্র থেকে সাবধনতা অবলম্বনে হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার হাজীগঞ্জ পৌরসভার কর্তৃক পৌর মেয়র সাক্ষরিত এক প্রেস রিলিজে তিনি এ আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আসম মাহবুব উল আলম লিপন বলেন, সম্প্রতি সময়ে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অফিসে সমূহ/দপ্তরে যোগাযোগ করে অবৈধ সুবিধা লাভের পাঁয়তারা/তদবির বাণিজ্য করে আসছে বলে আমি জেনেছি। যা আমার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণœ করার অপচেষ্টা মাত্র। বাস্তবিক অর্থে আমি নিজে কোন তদবির/সুপারিশ পারতঃপক্ষে করি না।
তিনি আরো বলেন, বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ দপ্তর প্রধানকে ফোনে কিংবা ফোনে না ফেলে আমার ভিজিটিং কার্ডে স্বাক্ষর করে প্রতিনিধি প্রেরণ পূর্বক সুপারিশ বা অনুরোধ করে থাকি। এমতাবস্থায় যে কোন বিষয়ে আমি লিখিত কিংবা মোবাইল ফোনে সরাসরি অথবা ভিজিটিং কার্ডে স্বাক্ষরিত প্রতিনিধি ব্যতীত অন্য কোন মাধ্যম/ব্যক্তি তদবির বা সুপারিশ নিয়ে গেলে তাকে তাৎক্ষণিক আটক করে আমাকে অবগত করা অথবা থানায় সোপর্দ করার জন্য অনুরোধ করা হল। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
- Home
- প্রথম পাতা
- হাজীগঞ্জ পৌর মেয়রের আহ্বান প্রতারকচক্র থেকে সাবধান