হাজীগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিদায়


মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হবে

………নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
এইচএসসি ও বিএম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ মডেল কলেজ ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ এবং দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে এ মিলাদ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর ও সমৃদ্ধির পথে। বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে তিনি উন্নত বাংলাদেশ গঠনে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আজকের প্রজন্ম উন্নত বাংলাদেশের কান্ডারী। তাই সুশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। উন্নতির অন্তরায় মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
এইচএসসি ও বিএম পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র সাহার সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমেদ খসরু।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শাহজামাল, মো. মোশারফ হোসেন, মল্লীকা রানী পাল, স্বপন কুমার মজুমদার, হারুন অর রশিদ, ফারুক আহম্মেদ, মুকতার আহমেদ, কামরুল আহমেদ মিল্টন। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য ও বিদায়ী মানপত্র পাঠ করেন, নূর মোহাম্মদ, নুসরাত জাহান, মেহেদী হাছান, ও আবু আনাস এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য এবং মানপত্র উম্মে সুমাইয়া প্রমুখ।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতি তথা উপজেলাবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক হাফিজ উল্যাহ্। এর আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা ফয়েজ উল্যাহ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আবদুর রহমান এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী শুভ সূত্রধর।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
গতকাল বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও বিএম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন।
অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমেদ খসরু, মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু, বাসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক, বিদ্যোৎসাহী মো. শাহজামাল, অভিভাবক সদস্য মো. মজিবুর রহমান তালুকদার, আকতার হোসেন ও বিল্লাল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. সেলিম।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতি তথা উপজেলাবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ, কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ
এইচএসসি ও বিএম পরীক্ষা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত।
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধা কান্ত রাজু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাজের লিটন ভুইয়া, রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহআলম প্রমুখ।
প্রভাষক লিয়াকত হোসেনের পরিচালনায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তপন কুমার পাল, অনাথ বন্ধু অধিকারী, অর্পিতা বর্ধণ, মোশারফ হোসেন লিটন, শিক্ষার্থী জোবায়ের আহমেদ কাশেম, আসমা আক্তার, ইশরাত জাহান বিদায়ী শিক্ষার্থী হীয়া আক্তার, সৃষ্টি রানী দাস প্রমুখ।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতি তথা উপজেলাবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নূর মোহাম্মদ। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।