শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে
……….ইঞ্জি. মোহাম্মদ হোসাইন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বা তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী বিতরণ করলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক (ডিজি) ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। গত শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্পিউটার সামগ্রী বিতরণ করেন তিনি।
বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বলেন, ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে কাজ করছে সরকার। ইতোমধ্যে সরকারি সব সেবাকে ডিজিটালাইজ করা হয়েছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চলে বসেও শিক্ষা, চাকরি, ই-টেন্ডার, ব্যাংকিং, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন সেবা ও সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামি দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। এ ক্ষেত্রে সরকার তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে স্থাপন করা হবে। এছাড়া দেশের সব উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান রয়েছে। তাই শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ-সাউথ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান।
এ সময় ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন হাজীগঞ্জের কাকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, শাহরাস্তি ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব মজুমদার ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন কাছেমী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্পিউটার বিতরণ করেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। এছাড়া তিনি অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্রদের আর্থ-সামাজিক উন্নয়নে সেলাই মেশিনসহ বিভিন্ন আয়বর্ধনমূলক সামগ্রী বিতরণ করেন।
১৫ জুলাই, ২০১৯।