স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমপির উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার হানারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইফতার ও মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ ছাত্তার রাড়ির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল আলম নান্টু।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে এম মাসুদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির গাজী, ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আজাদ মোল¬া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসমাল মাসুদ, সাধারণ সম্পাদক নাজমুলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল্লাহ।