সজীব খান
চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালেয়ের প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক আ. মান্নান মাস্টারের স্মরণ সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ শওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খান আ. সাত্তার মাস্টার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ডা. বশির আহম্মেদ, শাহজান সরকার, জালাল উদ্দিন পাটওয়ারী, মোহাম্মদ আবুল কাশেম, নাজমা বেগম, মরহুমের ছেলে মফিজুর রহমান মুকুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মাহবুব খান বাবলু, বিদ্যালয়ের শিক্ষক আয়শা আক্তার, শীতল চন্দ্র দাস, মোহাম্মদ মিজানুর রহমান, মো. হাসান আহম্মেদ, মো. লোকমান হোসেন, রোকসানা আক্তার, রেহেনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আবু নাছেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন, হামদ পাঠ করেন তানজি আক্তার।
অনুষ্ঠানে বক্তারা সদ্যপ্রয়াত সাবেক শিক্ষক মান্নান মাস্টারের জীবনের স্মৃতিচারণ করেন।
২৮ জুলাই, ২০১৯।