
চাঁদপুরের উন্নয়নের রুপকার ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র প্রায় ২ মাস। আর নির্বাচনের আগ মুহূর্তে চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়নে ১ দিনেই প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চাঁদপুরের উন্নয়নের রুপকার খ্যাত ডা. দীপু মনি এমপি।
তিনি গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, মৈশাদী ও রামপুর ইউনিয়নে বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের প্রায় ৪৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গত ২০০৯ সালে প্রথমবারের মতো নারী সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ডা. দীপু মনি চাঁদপুর-হাইমচর আসন থেকে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। মহাজোট সরকারের মন্ত্রীসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঠিক তখন’ই তিনি চাঁদপুর-হাইমচরের দৃশ্যমান উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন। ফলে তিনি জেলাবাসীর কাছে পরিচিত হয়ে উঠেন উন্নয়নের রুপকার হিসেবে।
গত ২০১৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। ফলে আগের মতো ব্যস্ততা কম থাকায় ডা. দীপু মনি এমপি প্রতি সপ্তাহে নিজ নির্বাচনী এলাকায় (চাঁদপুর সদর-হাইমচর) ছুটে আসেন। ফলে সাধারণ মানুষের কথা শুনেন কাছ থেকে। তারই ধারাবাহিকতায় তিনি নির্বাচনী এলাকায় প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেন।
তারই ধারাবাহিকতায় নির্বাচনের আগ মুহূর্তে গতকাল মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী, কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, মৈশাদী ও রামপুর ইউনিয়নে প্রায় ৪৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন, নতুন রাস্তার কাজের উদ্বোধন, সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে শিক্ষা প্রকৌশল বিভাগের ৩৬ কোটি ৮০ লাখ টাকা ও এলজিইডি বিভাগের ১১ কোটি ৮৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা কাজের মধ্যে রয়েছে- চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিষ্ণুপুর-মনোহরখাদী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন, বিষ্ণুপুর ইউপি-খেরুদিয়া-মুন্সিরহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন, মতলব রোড-বিষ্ণুপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন, উত্তর পশ্চিম বিষ্ণুপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ, পূর্ব বিষ্ণুপুর-মতলব খালের উপর সেতু নির্মাণ স্থাপন, মতলব সড়ক হতে লালপুর মোস্তফা ঢালীর বাড়ি পর্যন্ত সড়ক উদ্বোধন, বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজে ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, মোল্লা বাড়ি হতে হাওলাদার বাড়ি যাওয়ার রাস্তার খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন।
আশিকাটি ইউনিয়নে হোসেনপুর-পাইকাস্ত কাজী বাড়ি সড়কের উন্নয়ন, রালদিয়া-মতলব সড়কের উন্নয়ন, বাবুরহাট-তালতলা সড়ক-শাহতলী ফিড়ার সড়ক উদ্বোধন, মতলব রোড (ময়দান খোলা)-রালদিয়া স্বাস্থ্য কমেপ্লেক্স সড়ক উন্নয়ন, রালদিয়া-সেনগাঁও সড়ক উন্নয়ন, আশিকাটি ইউনিয়নে চাঁদপুর-কুমিল্লা সড়কে তাফাজ্জল খান বাড়ি সামনে খ%