
শিশুদের স্বাস্থ্যগত ব্যাপারে বেশি সচেতন হতে হবে……………….. মোহাম্মদ শওকত ওসমান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সাজেদা ফাউন্ডেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে মাস্টার প্লান তৈরি করেছে। শিশুদের স্বাস্থ্যগত ব্যাপারে আমাদের বেশি সচেতন হতে হবে। আমাদের পুষ্টিগত যে সমস্যা রয়েছে তার প্রতিও সচেতন হতে হবে। পৌর কাউন্সিলরগণ প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখতে হবে। মা ও শিশুকে অপুষ্টি থেকে রক্ষা করতে না পারলে দেশে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে। দেশকে ভালো রাখতে সকলের কাজ করতে হবে। বিশেষ করে নিজের স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হতে হবে।
চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. সিদ্দিকুর রহমান ঢালীর সভাপতিত্বে এবং সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহজাহান আলীর পরিচালনায় সভার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, পরিবার পরিকল্পনা পরিচালক ডা. সাজেদা বেগম পলিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গফুর মিয়া।
উপস্থিত ছিলেন আত্মনিবেদিতা সংস্থার ডা. মোস্তাফিজুর রহমান, পৌরসভার কাউন্সিলর আলমগীর খান, শাহআলম বেপারী, নাছির চোকদার, বিল্লাল হোসেন মাঝি, ডি.এম শাহজাহান, হাবিবুর রহমান দর্জি, আলমগীর গাজী, আব্দুল মালেক বেপারী, নারী কাউন্সির লায়লা হাসান চৌধুরী, শাহনাজ আলমগীর, ফরিদা ইলিয়াছ, আয়েশা রহমান, শাহনাজ রহমান, সূর্যের হাসি ক্লিনিক পুরাণবাজার ম্যানেজার শাহেদ রিয়াজ, নতুন বাজার ম্যানেজার বেবী সাহা, সাজেদা ফাউন্ডেশনের হিসাব কর্মকর্তা মুশফিকুর রহমান, কর্মসূচি প্রধান ডা. উজ্জ্বল রায়, কর্মসার্চ ওয়াল্ড মো. মোশারফ হোসেনসহ আরো অনেকে।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।