হাইমচরে শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাহেদ হোসেন দিপু
হাইমচরে খেলাঘর কর্তৃক আয়োজিত শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলগীবাজার ব্যবসায়ী একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় আলগী বাজার খেলাঘর একাদশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সদর আলগীবাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে আলোচনা সভায় আলগীবাজার খেলাঘর প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও সদস্য মো. রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আ. মতিন মুনিস, ওমর ফারুক পলাশসহ আলগী বাজার খেলাঘর সদস্য, বাজার ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।