ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজে নবীনবরণ

প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না
……. মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত করার অপচেষ্টা চলছে। এ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করা। ইসলামসহ প্রতিটি ধর্মেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য শিক্ষক-অভিভাবকসহ সবাইকে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি দৃষ্টি রাখতে হবে।
তিনি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বলেন, বিভ্রান্ত হওয়ারা সবকিছুই হারায়। তাই শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। আজ একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে আমাদের জঙ্গিবাদ ও মাদকসহ সব অপরাধ থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে।
গতকাল সোমবার দুুপুরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে ২০১৯ সালের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কলেজ অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ, পৌর মেয়র মাহফুজুল হক, থানার ওসি আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ ও কলেজ গভর্নিং বডির সদস্য নাজিম উদ্দিন পাটওয়ারী।
এর আগে প্রধান অতিথি নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

২ জুলাই, ২০১৯।