মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ পৃথিবীর একটি জনবহুল দেশ যার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। জিডিপিতে কৃষি খাতের অবদান ১৬% এবং দেশের প্রায় ৪৫% লোক কৃষি কাজের সাথে নিয়োজিত। বালাই দ্বারা বাংলাদেশে সবজি ফসলের প্রায় ২৫% ক্ষতি হয়ে থাকে তা সত্ত্বেও বাংলাদেশ সবজি উৎপাদনে বর্তমানে বিশেব ৩য় স্থানে রয়েছে এবং সবজির আবাদি জমির পরিমাণ বৃদ্ধির দিক দিয়ে প্রথম স্থান অধিকার লাভ করেছে।
কৃষি ক্ষেত্রে সবজি চাষে বালাই ব্যবস্থাপনায় শুধুমাত্র বালাইনাশকের ওপর নির্ভরশীলতা যেমন ব্যয়বহুল তেমনি পরিবেশের জন্য দূষণীয় ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং বিষযুক্ত সবজি গ্রহণের ফলে ধীরে ধীরে পুরুষ ও নারীদের বন্ধ্যাত্ব বাড়ছে। এ কারণে পরিবেশবান্ধব উপায়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের সক্ষম করে তোলা এবং কৃষকদের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি সাধন করার লক্ষ্য ‘নিরাপদ সবজি উৎপাদন করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উদ্ধুদ্ধকরণের মাধ্যমে ও জৈব বালাইনাশক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের জৈবিক এজেন্ট ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে উপজেলার ৯ জন তরকারি চাষির মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিষমুক্ত সবজি জনগণের হাতের নাগালে পাওয়া এবং কৃষকের আগ্রহ বৃদ্ধির জন্য ছেংগারচর বাজার, গজরা বাজার ও নন্দলালপুর বাজারে কৃষকদের মাধ্যমে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে মতলব উত্তর উপজেলা কৃষি অফিস।
এরই ধারাবাহিকতায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাধ্যমে সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বিষমুক্ত সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময় তিনি বলেন, একজন সুস্থ মানুষের প্রতিদিন ২৫০ গ্রাম সবজি খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে নিরাপদ বা বিষমুক্ত সবজির উৎপাদন আমাদের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সার ডিলার লোকমান আহমেদ, কৃষক আবদুল মালেক।
উল্লেখ্য, উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে।
৯ জুলাই, ২০১৯।