সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কুদ্দুছ পাটওয়ারীসহ সব শহীদদের স্মরণে আলোচনা সভা মিলাদ, দোয়া ও ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে ভয়াল ২১ আগস্ট পালিত হয়েছে।
গতকাল বুধবার শহীদ কুদ্দুস পাটওয়ারীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ, সাড়ে ৭টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আলহাজ এসএম জয়নাল আবেদিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন।
সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজ আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. উজ্জল পাটওয়ারী, হাইমচর উপজেলা মৎস্যজীবী লীগ আহ্বায়ক মাসুদুর রহমান উজ্জল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেছার গাজি, জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে নিহত কুদ্দুছ পাটওয়ারীসহ সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহান ফারুকী। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
২২ আগস্ট, ২০১৯।