
মনোযোগ দিয়ে লেখাপড়া করলে একদিন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে…………..অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, মনোযোগ সহকারে লেখাপড়া করলে তোমরা একদিন দেশের গর্বিত সন্তান হবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্বারোপ দিয়েছে বলেই আজ বিনা খরচে পড়ালেখা করার সুযোগ হয়েছে। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবে পরিণত করেছে। তোমরা যারা আজকে সংবর্ধিত হলে আমি আশা করবো ভবিষ্যতে তোমাদের মধ্য থেকে দেশ ও জাতি গঠনে কাজ করবে।
তিনি আরো বলেন, তোমরা আলোকিত মানুষ হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসাসহ সর্বক্ষেত্রে অবদান রাখবে। লেখাপড়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় মতলব সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, নারায়নপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, কলেজের অধ্যাপক জিএম হাবিব খান, অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন, অধ্যাপক আইনুন্নাহার কাদরী, কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেন।
০৩ সেপ্টেম্বর, ২০১৯।