ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু


নারায়ন বরিদাস
ফরিদগঞ্জে পানিতে পড়ে মাইসা আক্তার নামে এক তিন বছরের শিশু পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাইসা ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
জানা গেছে, বুধবার সকালে সন্তোষপুর গ্রামের জমাদার বাড়ির আ. মান্নানের মেয়ে মাইসা সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার লাশ ভেসে উঠলে লোকজন দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা এলাকার আনোয়ার হোসেনের শিশু সন্তান মানহা নামে এক বছরের তিন মাস বয়সী বুধবার সকালে বাড়ির পাশের পানিতে পড়ে যায়। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মানহা নামে অপর শিশুর বিষয়ে তিনি জানান, শিশুটি দ্রুত হাসপাতালে নিয়ে আসায় সে আশংকামুক্ত। তবে তারপরও তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

০৫ সেপ্টেম্বর, ২০১৯।