প্রিতম সেলুন থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রিতম জেন্টস পার্লারের ২য় তলা থেকে ১শ’ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা পার্লারের ২য় তলায় অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- শহরের ষোলঘর বিটি রোড এলাকার মো. তসলিমের ছেলে দুলাল (৩৩) ও চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মাহবুবুল হক নিপু (৪৮)।
জানা যায়, শহরের কালিবাড়ি এলাকার চাঁদপুর টাওয়ারের পাশে প্রিতম জেন্টস পার্লারের ২য় তলায় অভিযান পরিচালনা করে দুলাল ও মাহবুবুল হক নিপুকে ১শ’ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। পরে আটকদের চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

০৩ অক্টোবর, ২০১৯।