স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান মিশন রোড বঙ্গবন্ধু সড়ক ও ট্রাক রোডের মোড়ে এখন প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। আগের তুলনায় এই স্থানটিতে মানুষের সমাগম বেড়েছে। রেলওয়ের জায়গা দখল করে অনেকেই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তারপরও আবার এখন শুরু হয়েছে ফুটপাত দখল। বিভিন্ন স্থানে ফুটপাত দখল করলেও এখন শাহী মসজিদের সামনেই প্রতিদিন বিকেলে বসে বড় ধরনের সব্জির বাজার। যার কারণে মসজিদের মুসল্লিদের পড়তে হয় বিড়ম্বনায়।
সম্প্রতি সময়ে মিশন রোডের ৪ রাস্তার মাথায় সরেজমিন গিয়ে দেখা গেছে, জোহরের নামাজের পর থেকেই এক ধরনের ভাসমান সব্জি ও ফল বিক্রেতারা এই স্থানটি দখল করে বসেন। আর নিয়মিত শাহী মসজিদের সামনে দোকান বসান স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১০-১৫ জন ব্যবসায়ী। আছর ও মাগরিবের নামাজের সময় এসব ব্যবসায়ী, নারী ও পুরুষ ক্রেতাদের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয় মুসল্লিদের। কারণ মসজিদের সামনে বহু নারী ক্রেতার সমাগম ঘটে।
অপরদিকে ৪ রাস্তার মোড় শাহী মসজিদের সামনে এবং আশাপাশে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফায়ার সার্ভিস, ডেফোডিল স্কুল, আল-মানার হাসপাতাল ও মিশন স্কুলসহ বহু প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। যার কারণে প্রতিদিনই শিক্ষার্থীসহ বহু মানুষের সমাগম ঘটে। স্থানীয় লোকজন গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কের মুখে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে প্রায় সময়ই যানজট লেগে থাকে। যার ফলে শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
শাহী মসজিদের একাধিক মুসল্লি জানান, আছর ও মাগরিব নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ অধিকাংশ সময় নারীরা এখানে বাজার করতে আসেন। আর এসব দোকান, রিক্সা লাইন করে রাখা ইত্যাদি কারণে এখানে যানজটের সৃষ্টি হয়।
নাম না প্রকাশ করার শর্তে শাহী মসজিদের পরিচালনা কমিটির একাধিক ব্যক্তি জানান, আমরা মৌখিকভাবে এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মসজিদের সামনে বসে দোকানদারী না করার জন্য বলেছি। তারা আমাদের কথা শুনেনি। মসজিদের সামনেসহ শহরের এই গুরুত্বপূর্ণ স্থানটি সৌন্দর্য্য ফিরিয়ে আনতে আমরা প্রশাসন ও পৌরসভার সহযোগিতা কামনা করছি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর শাহী মসজিদের সামনে দখল করে বাজার