রাউজানে ছোট দুই ভাইকে খুন: বড় ভাইয়ের ফাঁসি

ট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি : চট্টগ্রামের
রাউজানের সুলতানপুর এলাকায় সম্পত্তি নিয়ে
বিরোধের জেরে ছোট দুই ভাইকে খুনের
দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ
মো. রবি-উজ-জামান এ রায় দেন।
একই রায়ে আসামি আবুল কালামকে ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। আবুল কালাম বর্তমানে জেল
হাজতে রয়েছেন। জেলার অতিরিক্ত পিপি
অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত খবরের সত্যতা
নিশ্চিত করেছেন।
জানা যায় ২০১৩ সালের ২২ জুলাই রাউজান সুলতানপুর
গ্রামে আবুল কালাম তার দুই ছোট ভাই আবু সুফিয়ান
ও আবু মোরশেদ আজাদকে কুপিয়ে হত্যা
করেন। কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের
জেরে এ হত্যাকাণ্ড ঘটে।