ফরিদগঞ্জ ব্যুরো
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
নিসচা’র ফরিদগঞ্জ শাখার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এবং সদস্য শামীম হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সভাপতি আ. লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, ফরিদগঞ্জ শাখার উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম সোহেল, নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, নিসচা ফরিদগঞ্জ শাখার সিনিয়র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস। এর আগে নয়া কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম ফরহাদ, আব্দুল মালেক, সহ-সসাধারণ সম্পাদক জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক শাকিল হাসান, দপ্তর সম্পাদক রুহুল আমিন স্বপন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা গাজী, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহআরশ, নির্বাহী সদস্য মনির হোসেন, শাহাবুদ্দিন খান, শামিম হোসেন সজিব, জসিম উদ্দিন খাঁন, আরিফুল ইসলাম, সাঈদ পাটওয়ারী, রোকোনুজ্জামান তালুকদার, আবু ইউছুপ সরকার ও মনির হোসেন তপাদার।
আলোচনা শেষে সড়ক দুর্ঘটনায় নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
১৮ অক্টোবর, ২০২০।