মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুবিন সুজন, জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, ওসি স্বপন কুমার আইচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও ফাহমিদা হক বলেন, সব মন্দিরের পূজা উদযাপন কমিটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫শ’ টি পূনঃব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করা হয়।