মতলবে কেন্দ্রিয় যুবলীগ নেতা ইসফাক আহসানের শীতবস্ত্র বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে ৫ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সদস্য এম ইসফাক আহসানের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গত ১৯ ডিসেম্বর বিকাল ৪টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রিয় যুবলীগ নেতা এম ইসফান আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, উত্তম কুমার ঘোষ, ভিপি মো. আতাউর রহমান, পারভেজ দেওয়ান, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, খালেকুজ্জামান সাব্বির, তামিমসহ অন্যান্যরা। পরে মতলব পৌর এলাকার সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি।
২২ ডিসেম্বর, ২০২০।