ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ পাটওয়ারী গুরুতর অসুস্থ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের অফিস প্রধান জাকির হোসেন সাঈদ পাটওয়ারী হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ আগস্ট) সকালে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে দ্রুত ফরিদগঞ্জ ডায়বেটিকস হাসপাতালে নিয়ে গেলে ডা. সাদেকুর রহমান দ্রুত প্রাথমিক চিকিৎসায় দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে প্রেরণ করেন।
সাঈদ পাটওয়ারীর সুস্থতার জন্য তার পরিবার ও ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।
১২ আগস্ট, ২০২১।