ফরিদগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

গত ২০ ডিসেম্বর ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। -ইল্শেপাড়

আ. ছোবহান লিটন :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে ও ডা. কামরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম মাহফুজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. তছলিম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীরা।