মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর আল-বারাকা মডেল স্কুলে ২০১৮ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সাফল্য কামনা করে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেলের পরিচালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. ফয়সাল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. গোলাম মাওলা।