হাইমচর ব্যুরো
তৃণমূল পর্যায়ে থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. নজির দেওয়ান ৩নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মো. জাহাঙ্গীর গাজী ও সাধারণ সম্পাদক পদে মো. শাহআলম গাজীকে মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বেগ, আব্বাস ঢালী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মৃধা, রাশেদ পাঠান, সাংগঠনিক সম্পাদক স্বপন ঢালী, সুমন ছৈয়াল ও মো. মনু মাল।
১৬ ডিসেম্বর, ২০২০।