আলেম সমাজের অগ্রণী ভূমিকায় আগামিতে আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে

ফরিদগঞ্জে ওলামা লীগের বর্ধিত সভায় ড. শামছুল হক ভূঁইয়া এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী ওলামা লীগ গতকাল শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি হলে এক বর্ধিত সভার আয়োজন করে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গকন্যা শেখ হাসিনা প্রতিদিন দেশের উন্নয়ন কাজের সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ ও পবিত্র কোনআন শরীফ পাঠ করেন। শুধু তাই নয় নফল নামাজের সাথে এশরাক ও আওয়াবীলের নামাজও তিনি পড়ে। নামাজ শেষে বিশ্ব প্রভূর কাছে বাঙালি জাতির উন্নয়ন ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে এদেশের আলেম-ওলামারা তাদের প্রকৃত মর্যাদা পেয়েছেন। এক সময় মাদ্রাসার ছাত্রদের শিক্ষার মান অন্যান্য শিক্ষার ব্যবস্থার সাথে ব্যাপক পার্থক্য ছিল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষার মান সমান মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয় মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা আজ দেশের নামিদামি বিশ্ববিদ্যালয় ভর্তিসহ চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা অংশ নিয়ে বিসিএস থেকে শুরু করে সব ক্যাডারে চাকরি পাচ্ছে। কওমী মাদ্রসার ছাত্রদের এক সময় দেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করতো, এখন আর সেই সুযোগ নেই। তাই আগামি নির্বাচনে আপনারা শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতার আসনে বসাতে এক বিশাল ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। আলেম সমাজের অগ্রণী ভূমিকায় ইনশাআল্লাহ আগামিতে আবারো শেখ হাসিনা ক্ষতায় আসবে। সভায় আগামি নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান, ওয়াহিদুর রহমান রানা, উপজেলা জমিয়াতে মোদার্রেসিনের সভাপতি ও মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাও. এএইচএম আরোয়ার মোল্লা, আরিফুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন ইরান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি, মাহবুবুর রহমান সোহাগসহ ওলাম লীগের ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।