কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে মোট ২শ’ ৯২টি পরিবারের মাঝে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গত ৩১ অক্টোবর কাদলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জি. মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, ইউপি সদস্য জাকির মেম্বার প্রমুখ।