কচুয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর মত দেশকে ভালোবাসতে হবে
….ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিলো। বঙ্গবন্ধুর মত দেশকে মাতৃসেবার মত করে ভালোবাসতে হবে, এ প্রতিজ্ঞা প্রত্যেককে নিতে হবে। আমরা কচুয়ার উন্নতির দিকে এগিয়ে যাবো।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। গণতান্ত্রিকভাবে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এ আশা আমার আছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম রোববার ৪ তারিখ এ সম্মেলন সম্পন্ন করবো।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ড. সেলিম মাহমুদ শোকের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্যে কাজ করবেন। কারো কারো কথা সম্পূর্ণ আওয়ামী বিরোধী কথা হয়েছে। তিন নেতা এক টেবিলে বসলে কথা ঠিক না। তার মানে আপনি তিন নেতার রাজনীতি করেন!
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আদর্শকে ভুলবেন না। আওয়ামী লীগের আদর্শকে বিশ্বাস করবেন। যারা আওয়ামী লীগের শৃঙ্খলা নষ্ট করে তারা আওয়ামী লীগের শত্রু। সংগঠনের একটি নিজস্ব নিয়ম আছে। আওয়ামী শৃঙ্খলা মেনে চলতে হবে। রাজনীতি রাজনীতির মত করতে হবে। আমরা রাজনীতি করি রাজনীতির নিয়মে। সবাই কিছু না কিছু ত্যাগ দিয়েছেন। অনেক বড় বড় নেতারা ত্যাগ দিয়েই উপরে এসেছেন। লক্ষ্য একটিই হওয়া উচিত আগামি নির্বাচনে এক হয়ে কাজ করা। জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন আমরা ক্ষমতায় থাকবো। ইনশাআল্লাহ আগামি নির্বাচনেও আমরা জয়ী হবো। বিএনপি অনেক ষড়যন্ত্র করেছিলো আমাদের হারাবার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ‘৭৫ এর ১৫ আগস্টের মত ষড়যন্ত্র এদেশের মানৃষ আর সহ্য করবে না।
বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, আপনারা যেহেতু নির্বাচন চান সেহেতু আগামি মাসের প্রথম সপ্তাহে কচুয়া উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। যারা দলের শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সাংগঠনিক এবং সুশৃঙ্খল দল। সম্মেলন না করলে দল গতিশীল হয় না। আমরা সম্মেলন করবো আপনাদের আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে। অনেক রক্তের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা, অতএব আমাদের স্বাধীনতার অপব্যবহার করবেন না।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমরা দেখেছি ২০০১ সালে কে কি করেছে। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কাজ হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আমাদের মধ্যে প্রতিহিংসা কেন থাকবে। যে সিদ্ধান্ত দিয়েছেন, সে সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো। আপনার মন-মর্জি মতো হবে, সেই মনমানসিকতা পরিহার করুন। আপনাদের কথা লিপিবদ্ধ করা হয়েছে। আমার ভাইয়ের রক্ত কেন ঝড়াবো, আমার ভাইকে কেন অপমান করবো। বাংলাদেশ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত ভুল হবে না। সম্মেলনের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত হবে। একটি সুন্দর ও সুষ্ঠু সম্মেলন হবে, তা চাঁদপুরের জন্যে একটি দৃষ্টান্ত হবে। আগামি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করবো।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, কামরুল নাহার ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, দুলাল প্রধান, শাহজাহান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র ও যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সৈয়দ বাহার, বতেন সরকার, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, সুলতানা খান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রানাধন কবিরাজ, ফনি হোসেন মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম কালু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হাজি শাহীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মমিন সরদার, হুমায়ুন কবির, আশ্রাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, গোহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, সহেদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, পালাখাল মডেল ইউনিয়ন সভাপতি আহাদ গাজী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিতারা ইউনিয়ন সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ খান, পাথই ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক, সাচার ইউনিয়ন সভাপতি মিন্নত আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, মনজুর আলম মঞ্জু, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহসিন ও গীতা পাঠ করেন ফণি ভূষণ মজুমদার।

০৩ আগস্ট, ২০২২।