কচুয়ায় উপজেলা পরিষদের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তুমুল হট্টগোল

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায়

কচুয়া ব্যুরো
কচুয়ায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় তুমুল হট্টগোল, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের অনুষ্ঠান যথাসময়ে শুরু হওয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ব্যানারে ছবি না থাকার বিষয়ে প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে দর্শক সারিতে বসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একসাথে দাঁড়িয়ে সমর্থন জানান। এসময় হলরুমে তুমুল হট্টগোল বেঁধে যায় এবং কিছক্ষণের জন্য অনুষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। মিছিলে মিছিলে মুখরিত হয় উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তন।
এসময় প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অন্য অতিথিবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
বক্তারা উদ্দেশ্যমূলকভাবে আয়োজকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়াই উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার স্টেজে সাঁটানো হয় বলে জানান। হট্টগোল ও প্রতিবাদের পর প্রধান অতিথি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির নির্দেশে ব্যানারটি সরিয়ে ৩০ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবিসহ নতুন ব্যানার সাঁটিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ ব্যানারের বিষয় অনাকাক্সিক্ষত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

০৮ জুন, ২০২২।