আহসান হাবীব সুমন
‘কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার’ এই শ্লোগানে কচুয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা, ওসি মো. মহিউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ১০টি স্টল পরিদর্শন করেন।
বিকেলে বিচারকমন্ডলীদের ফলাফলে উপজেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা উভয় গ্রুপে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অর্জন করছে।
শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, বিচারকমন্ডলী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী বিশেষ করে প্রজেক্ট প্রস্তুতিতে সার্বিক নির্দেশনাকারী শিক্ষকদের ধন্যবাদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
২৫ নভেম্বর, ২০২০।