সাইফুল মিজান/আহসান হাবীব সুমন :
কচুয়ায় কৃষকদের মাঝে সার-বীজ ও নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ মিলানয়তনে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৮ শ’ ৫৩ জন কৃষকের মাঝে ২ কেজি করে ভুট্টার সার-বীজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিকল্প আয়বর্ধন উপকরণ হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও ১০ ছাগল বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসাদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।