মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিনে
কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলায় ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত ১১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মাঝে এ ফরম বিতরণ করা হয়। দলীয় ফরম বিতরণের শেষ দিনে গত মঙ্গলবার শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১শ’ ২ জন ও বিভিন্ন পদে মোট ৯৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।