কল্যাণপুরে আ.লীগের সেক্রেটারী কামাল প্রধানিয়ার দাফন সম্পন্ন

নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল প্রধানীয়া গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন। তিনি নারায়ণগঞ্জের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি কল্যাণপুর ইউনিয়নের বাসিন্দা আবিদ আলি প্রধানিয়ার বড় ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, ২ ছেলে ১ কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
গতকাল সোমবার কামাল প্রধানিয়ার জানাযা পূর্ব কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাও. হারুন পাটোয়ারী।
জানাজার আগে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, মৃত কামাল প্রধানিয়ার ছোট ভাই মহসিন প্রধানিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদু, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মো. শাহাবুদ্দিন, ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক সুমন।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজি, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল মাস্টার, হানারচর ইউপি চেয়ারম্যান সাত্তার রাঢ়ী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম খান, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়া, পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন ভাট, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহাবুবুর রহমান টুটুল মুন্সি, আওয়ামী লীগ নেতা ডাক্তার মকবুল মিয়াজী, কাসেম মিজি, ইমাম ফরাজী কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন হাওলাদার, যুবলীগ নেতা নজির গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন।
চাঁদপুর সদর উপজেলা আ.লীগের শোক
চাঁদপুর সদর উপজেলাধীন কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রধানীয়া গত রোববার রাত সাড়ে ১০টায় নারায়নগঞ্জের নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। কামাল হোসেনের অকাল মৃত্যুতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা জানান, তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
২৫ নভেম্বর, ২০২০।