কারেন্ট জাল ও জাটকাসহ মতলব উত্তরে ৬ জেলে আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর দশানী ও এখলাছপুর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ভোরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন ও এসআই জাহাঙ্গীর আলম মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, গতকাল সোমবার ভোরে নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর দশানী ও এখলাছপুর এলাকায় অভিযান চালান। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা মাছসহ সিরাজ মাঝি, মো. কাদির সরকার, মো. হাসান মোল্লা, মো. সুজন, মো. আলমাছ ও মো. ইকবাল নামের ৬ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে আটক মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।