প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১ম সিসিডিএফ ডিবেটার্স হান্ট-২০১৮। সংসদীয় পদ্ধতিতে প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঁচটি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাশ।
চ্যাম্পিয়ন হয় অপরাজেয় বাংলা দল – (সুবহা জারিয়াত পূর্না, হাবিবুর রহমান ফাহিম, সাদিয়া আমিন) এবং রানারআপ হয় সোপার্জিত স্বাধীনতা দল – (বুশরা বিনতে সাঈদ, তমালিকা রয় চৌধুরী সৃষ্টি, মোকাদ্দেস মাহি)। এছাড়াও অংশগ্রহণকারী বাকি তিনটি দল হলো সংশপ্তক (রিয়াজ রহমান, জুবায়ের হোসেন, ফাহমিদা আক্তার), ফ্যালকন (জান্নাতুল ফেরদৌস শাহজাদী, দিপংকর দিপু শামিম হাসান), ফিনিক্স (ইকবাল হোসেন, চন্দন, রবিউল ইসলাম)।
বিচারক হিসেবে ছিলেন চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর সভাপতি সাখাওয়াত হোসেন, সিডিএম’র যুগ্ম সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, জাতীয় টেলিভিশন বিতার্কিক মিঠুন চন্দ্র ত্রিপুরা ও ইমরান হোসেইন ফাহিম। পুরো টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলো ফারজানা আক্তার, মো. হাসান ও রাহাত হোসেন।