স্টাফ রিপোর্টার
বাংলাদেশে এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সভাপতি মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে বিএমএ অডিটোরিয়াম ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনায় সর্বসম্মতিক্রমে ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী সারাদেশের মতো গতকাল সোমবার দুপুরে দ্বিতীয় দিন আলোচনা ও অবস্থান ধর্মঘট চাঁদপুর অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেন চাঁদপুর জেলা নকল নবিস অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক গাজী, সদর উপজেলার সভাপতি মো. ইসমাইল মাহমুদ সাগর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি অঞ্জু সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা মহিলা সম্পাদিকা সালমা আক্তার, সাবেক সভাপতি মনিরুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান তালুকার প্রমুখ। এছাড়া নকল নবিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


